Upazila Parishad Planning and Service related 3 days basic training for Upazila Parishad Chairman and UNO at Cumilla BARD
January 28, 2021, 4:38 pm, By UGDP

কুমিল্লার বার্ড এ ৩ দিন ব্যাপী ৪৩ টি উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীদের \"উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান সংক্রান্ত মৌলিক প্রশিক্ষণের\" শুভ উদ্বোধন করেন জনাব হেলালুদ্দীন আহমদ, সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগ, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, মহাপরিচালক, বার্ড এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জনাব কাজী আশরাফ উদ্দীন, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক, ইউজিডিপি।